তুমিই প্রথম

1080 HD

তুমিই প্রথম মঙ্গলবার রাত ৯টা দেশের বিভিন্ন অঙ্গনে অগ্রসরমান, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে পাইওনিয়ার নারীদের জীবন, কর্ম ও সংগ্রাম নিয়ে এই অনুষ্ঠান। প্রতি পর্বে একজন পাইওনিয়ার নারী (যেমন প্রথম নারী ট্রেন চালক, প্রথম নারী উবার চালক, প্রথম ডেপুটি গভর্নর, প্রথম এভারেস্টজয়ী, লেডি বাইকার ইত্যাদি) তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে কথা বলেন। কথার সাথে সাথে তাঁর কর্মময় জীবনের স্থিরচিত্র, ভিডিও ও স্মারক পুরস্কার, জীবনাচরণ, শৈশব, শিক্ষাজীবন, কর্মজীবন, সাফল্য, সংগ্রাম, স্মরণীয় মূহূর্তও তুলে আনা হয়। কোনো একটি সেক্টরে পাইওনিয়ার বা প্রথম নারী হওয়ার দীর্ঘ পরিক্রমা ও অভিজ্ঞতা শুনে অন্য নারীরা যাতে অনুপ্রাণিত ও উৎসাহী হন, সেই লক্ষ্য মাথায় রেখে এই আয়োজন।

তুমিই প্রথম
3
2